জমকালো আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠল দ্বিতীয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের।
রোববার (১৭ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে ৪২ দলের এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য নারী সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও ঋতুপর্ণা চাকমা।
এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর)
এ ছাড়া ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, একই গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি ও বিপণন ব্যবস্থাপক ওমর হান্নান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী মঞ্চে ছিলেন। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সাফজয়ী দুই তারকা এবং অন্য অতিথিরা জাতীয় পতাকা ও টুর্নামেন্ট পতাকা উত্তোলন করেন।
টুর্নামেন্টের উদ্বোধন এবারও চট্টগ্রামে হলো। উদ্বোধনী দিনে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত বছর ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে ৩২টি দলের অংশগ্রহণ করেছিল। সেবার চ্যাম্পিয়ন হয় গণ বিশ্ববিদ্যালয়।