10 C
New York
Saturday, May 4, 2024

Buy now

পাঁচ বিশ্বরেকর্ডের দোরগোড়ায় ভারতীয় ব্যাটসম্যানরা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ ভারত টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় দলের ক্রিকেটাররা

১। আজকের ম্যাচে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ২৪ রান করলেই রায়নাকে টপকে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হবেন কোহলি। বর্তমানে প্রথম স্থানে থাকা রায়নার সংগ্রহ ৮৩৯২ রান। কোহলির রান এখন ৮৩৬৯।

২। আর মাত্র চারটি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের সর্বোচ্চ ১০৫ ছক্কার রেকর্ডকে পেছনে ফেলবেন রোহিত শর্মা। ১০২টি ছক্কা মেরে এই তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রোহিত।

৩। ওপেনার শিখর ধাওয়ার আর মাত্র ৭১ রান করলেই এই ফরম্যাটে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে সাত হাজার রান করার রেকর্ড হবে তার।

৪। এই ফরম্যাটে বর্তমানে ১৪৪টি বাউন্ডারি মেরেছেন শিখর। সুতরাং আর ৬টি বাউন্ডারি মারলেই তিনি ১৫০ বাউন্ডারি মারার মাইলফলক স্পর্শ করবেন।

৫। টি-টোয়েন্টি ফরম্যাটে বাউন্ডারি মারার নিরিখে যৌভভাবে শীর্ষ স্থানে অবস্থান করছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। উভয় ব্যাটসম্যানেরই সংগ্রহ ২২৩টি চার। আজকের ম্যাচে মাত্র একটি চার মারলেই এই রেকর্ডে একাধিপত্য কায়েম করবেন কোহলি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles