আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিলেও আন্তর্জাতিক প্যানেলের অংশ হিসেবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এখনো আম্পায়ারিং করছেন আলিম দার। একইসঙ্গে কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ২০২৪-২৫ মৌসুমের পর থেকে তাকে আর আম্পায়ারিংয়ে দেখা যাবে না।
নতুন খবর হচ্ছে, আম্পায়ারিং ছেড়ে দেওয়ার আগেই নতুন দায়িত্ব পেলেন আলিম দার। মূলত দেশের ক্রিকেটের ব্যর্থ পারফরম্যান্সের জেরে বেশকিছু জিনিসে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই অংশ হিসেবে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে যুক্ত করা হয়েছে আলিম দারকে।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে পাকিস্তান
গত কয়েক বছর ধরেই খারাপ সময় পার করছে পাকিস্তানের ক্রিকেট দল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা পাকিস্তান পুরোপুরি ব্যর্থ হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। গ্রুপ পর্ব পার করতে না পারায় দেশে ফিরেই তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। যদিও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফেরানো হয় তাকে। তখনও ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
এবারের টেস্টেও সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। এই প্রথম একমাত্র দল হিসেবে প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করেও ইংল্যান্ডের কাছে হেরেছে ইনিংস ব্যবধানে। দেশের ক্রিকেটের এমন পারফরম্যান্সের জেরে প্রতিবারের মতো এবারও বেশকিছু জিনিসে পরিবর্তন এনেছে পিসিবি।
২০২১ সালের আগষ্ট থেকে এখন পর্যন্ত ভিন্ন ২৬ জন নির্বাচক নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে কদিন আগে নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তিনি সরে যাওয়ায় আরও একবার নতুন কমিটি দিয়েছে পিসিবি। যেখানে নতুন করে যোগ দিয়েছেন আলিম দার, আকিভ জাভেদ ও আজহার আলী।
আরও পড়ুন:
এদিকে নতুন নির্বাচক কমিটির চমক হচ্ছেন আলিম দার। কেননা আম্পায়ারিংয়ের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ক্রিকেট বোর্ডের নির্বাচক হওয়ার ঘটনা বিশ্ব ক্রিকেটে বিরল।