নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (১৬ নভেম্বর) প্রকাশিত তালিকায় নেই সাবেক অধিনায়ক নিদা দার ও আলিয়া রিয়াজের নাম। নতুন তালিকায় জায়গা পেয়েছেন মোট ১৬ জন ক্রিকেটার। ২০২৪-২৫ আসরের জন্য এই চুক্তি পহেলা জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়েছে।
গত বছরও চুক্তিতে শীর্ষ পর্যায় ক্যাটাগরি ‘এ’তে ছিলেন দার, ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন আলিয়া রিয়াজ। মূলত, ফর্ম ও আচরণ নিয়ে সমালোচনার কারণেই বোর্ডের শীর্ষ পর্যায় থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সমর্থকের ছোড়া ক্যানে রক্তাক্ত হাভিয়ের আগিরে
অন্যদিকে, বর্তমান অধিনায়ক ফাতিমা সানা গত চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে থাকলে এবার উঠেছেন ‘এ’ ক্যাটাগরিতে। তার সঙ্গে উন্নতি হয়েছে মুনিবা আলীর। নিজের জায়গা ধরে রেখেছেন সিদ্রা আমিন। ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে দুজন করে ক্রিকেটার আছেন। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৯ জন।
প্রসঙ্গত, গত মৌসুমে ২০ ক্রিকেটারকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল এক বছর পরই পারফরম্যান্স দেখে চুক্তি নবায়ন করা হবে। গত জুলাইয়েই চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তি দিতে ৩ মাসের বেশি সময় নিয়েছে পিসিবি।