11.8 C
New York
Thursday, May 2, 2024

Buy now

এবার প্রথম আইপিএল খেলবেন যারা

আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। ২২ মার্চ শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-অনুরাগীদের মধ্যে।

এছাড়া এই আইপিএল বর্তমানে বেশির ভাগ ক্রিকেটারের স্বপ্ন। প্রতি মৌসুমেই আইপিএল খেলার স্বপ্নপূরণ হয় অনেক ক্রিকেটারের। তেমনি এবারের আসরেও পূরণ হবে বেশকিছু ক্রিকেটারের স্বপ্ন। যারা প্রথমবারের মতো এ আসরের অংশ হতে যাচ্ছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে অংশ নেওয়া নতুন তারকাদের…

নুয়ান তুষারা (মুম্বাই ইন্ডিয়ানস): মুম্বাইয়ের বোলিং কোচ লাসিথ মালিঙ্গার অধীনেই প্রথমবার আইপিএল খেলবেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার নুয়ান তুষারা। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আগে থেকে সম্পর্ক থাকলেও এবার আইপিএলে তাদের হয়ে প্রথমবার খেলবেন তুষারার।

রাচিন রবীন্দ্র (চেন্নাই সুপার কিংস): ভারতে হওয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলা রবীন্দ্র প্রথম আইপিএলে খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। জানা গেছে, আইপিএলের প্রথম আসরেই ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে দেখা যেতে পারে রবীন্দ্রকে।

আরও পড়ুনঃ দ্বিতীয় ওয়ানডের আগে সেরা অস্ত্র হারালো শ্রীলঙ্কা

আজমতউল্লাহ ওমরজাই (গুজরাট টাইটানস): সম্প্রকি দুর্দান্ত ফর্মে আছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। পাল্লকেলেতে গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন। এরপর বিপিএলে রংপুরের হয়ে ৭ ম্যাচে ১৪৫ স্ট্রাইক রেট আর ৩০ গড়ে ১৫০ রান করেছেন। এখন দেখার পালা আইপিএলে কেমন খেলেন এই তারকা।

স্পেনসার জনসন (গুজরাট টাইটানস): চোটের কারণে মালি হিসেবে কাজ করেছিলেন ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার স্পেনসার জনসন। এরপর দ্রুতই বদলে যায় তার জীবন। জাতীয় দলসহ খেলেছেন দ্য হানড্রেড, মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি-টোয়েন্টি, বিগ ব্যাশে। এবার নাম লিখিয়েছেন আইপিএলেও।

জেরাল্ড কোয়েৎজে (মুম্বাই ইন্ডিয়ানস): ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেরাল্ড কোয়েৎজে। বল হাতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতি, ব্যাট হাতে পিঞ্চ হিটারের ভূমিকা পালন করতে পারা এই অলরাউন্ডার এবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে খেলবেন।

সামির রিজভি (চেন্নাই সুপার কিংস): দারুণ ফর্মে থাকা সামির রিজভি খেলেননি কোনো আন্তর্জাতিক ক্রিকেট। তবে তার অসাধারণ পারফর্মেন্সের কারণে গত আইপিএল নিলামে চেন্নাইসহ দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানসের মতো দল নিলামে তাকে পাওয়ার জন্য মরিয়া ছিল। এর আগে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে দুটি শতকসহ ৯ ম্যাচে ৫০.৫৬ গড়ে রান করেছেন ৪৫৫। তাই তো ২০ লাখ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ৮ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles