১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তুলে বাংলাদেশ জবাবে নির্ধারিত ওভারে ১০৩ রান সংগ্রহ করতে পারে স্কটল্যান্ড। এতে ১৬ রানে জয় পায় নিগারের দল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি দলে অন্যান্যদের প্রশংসা করতেও ভোলেননি তিনি।
আরও পড়ুন: জোড়া গোলে ৪৬তম শিরোপা জিতলেন মেসি
নিগার সুলতানা বলেন, আমরা অনেক দিন ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মনে হয়েছিলো এটাই আমাদের মুহূর্ত। এই ধরনের উইকেটে আমাদের থিতু হওয়া দরকার। শুরুতে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। রানি এবং মোস্তারির মধ্যে গড়ে ওঠা জুটিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের একটি ভালো টোটাল ছিল এবং আমরা নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। আমাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে, মারুফাও ভালো করছে, তাই আমরা ডিফেন্স নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমরা গতি পাওয়ার চেষ্টা করছি এবং আমরা তা পেয়েছি। খুব খুশি যে আমরা পাল্টা লড়াই করেছি এবং মেয়েদের হাসি দেখে সবচেয়ে বড় অনুপ্রেরণা।