সম্প্রতি বাংলাদেশের প্রধান মন্ত্রীর সাথে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের মেয়ের আলাইনার খেলার একটি ভিডিও ও কিছু ছবি সামাজিক যোগাযোগ মাদ্ধমে খুবই ভাইরাল হয়েছে।
সাকিবের স্ত্রী শিশির উম্মে আল হাসান শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাইনার এই ছবি ও ভিডিও ফেসবুকে দেন। ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী আলাইনাকে কোলে নিয়ে আদর করছেন। এছাড়া ভিডিওতে দেখা যায় সাকিবের মেয়ে একটি খেলনার ঝুড়ির মধ্যে রয়েছে আর প্রধানমন্ত্রী বিভিন্ন রঙের বল হাতে তুলছেন আর সাথে সাথে আলাইনাও সেই রঙের বল হাতে তুলছে।
ফেসবুকে ছবির ক্যাপশনে সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান লিখেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপনে কিছু ভালো সময় কাটলো! এমন অত্যন্ত মাতৃগর্ভ ও যত্নশীল ব্যক্তি তিনি।
এর আগেও, প্রধানমন্ত্রীর দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় তিনি নাতি-নাতনিদের সাথে খেলছেন।