ওয়ানডে সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ। তার আগে নিউজিল্যান্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশে। সেই ম্যাচের জন্যই তড়িঘরি করে নিউজিল্যান্ডে গেলেন চার ক্রিকেটার।
বিপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারের আগেই ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড গিয়েছিলেন ৮ ক্রিকেটার। এরপর মাশরাফি ও সাকিবের নেতৃত্বে ওয়ানডে দলের বাকি ৭ ক্রিকেটার নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে আগামীকাল শনিবার। একই দিনে নিউজিল্যান্ডে বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
তবে মাশরাফি সাকিবরা পৌছানোর আগেই প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে যাবে। কিন্তু নিউজিল্যান্ডে রয়েছে কেবল আট ক্রিকেটার। তাই দল পূরণ করতে ওয়ানডে দলের শফিউল ও মিঠুন আর টেস্ট দলের মোমিনুল ও সাদমানকে বৃহস্পতিবার নিউজিল্যান্ডে পাঠানো হলো।
এদিকে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিবেন মোমিনুল ও সাদমানরা। তাদের প্রস্তুতির জন্য ১০ দিনের একজন খন্ডকালীন কোচ নিয়োগ দিয়েছে বিবিসি। কোচ স্টিভ রোডসের পরামর্শে নিউজিল্যান্ডের এক সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বিসিবি। বিষয়টি গতাকাল নিশ্চিত করা হয়েছে বিসিবি থেকে।
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ
জীত রাভাল (অধিনায়ক), অ্যান্ড্রু ফ্লেচার, রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, ডেল ফিলিপস, কাতেন ক্লার্ক, শিন সোলিয়া, ম্যাক্স চু (উইকেটরক্ষক), থিও ভ্যান, ইয়ান ম্যাকপিক, অ্যান্ড্রু হ্যাজেলডিন এবং জেমি ব্রাউন।
বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।