ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম টি-২০ আসরের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান তুলছে। শিরোপা জিততে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের প্রয়োজ ১৫৮ রান।
শিরোপার লড়াইয়ে শেখ জামাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে তাদের দলের হয়ে ব্যাটিংয়ে উদ্ধোধন করতে আসেন ফারদিন হাসান ও ইমতিয়াজ হোসেন তান্না। এই দুই ব্যাটসম্যান অর্ধশতাধিক রানের জুটি গড়েন। দলীয় ৬২ রানে এই জুটিতে প্রতিরোধ মানিক খান। ২০ বল থেকে ১৮ রান করা ফারদিনকে তিনি বিদায় করেন।
দ্বিতীয় ও তৃতীয় উইকেটে তান্নাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন হাসানুজ্জান ও নাসির হোসেন। হাসানুজ্জান ৩ বল থেকে ৪ এবং নাসির ৭ বল থেকে ৫ রানে আউট হন। ১০ ওভার শেষে শেখ জামালের স্কোর ছিল ৭৫ রানে ২ উইকেট।
তবে দলীয় ৯৪ রানে শেখ জামালকে সবচেয়ে বড় ধাক্কাটি দেন আরাফাত সানি। এ সময় তিনি ওপেনার ইমতিয়াজ প্যাভিলনে ফেরত পাঠান। ৪৪ বল থেকে ৫৬ রানের ইনিংস খেলেন ইমতিয়াজ। তার ইনিংসটিতে ৪টি চার ও দুইটি ছক্কার মার ছিল।
অন্যদিন ব্যাট হাতে ঝড় তোলা জিয়াউর রহমান এদিন মাত্র ৩ রানে ফরহাদ রেজার শিকারে পরিণত হন। এরপর ষষ্ঠ উইকেটে সোহান ও তানভির হায়দার দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। তারা দুজনে ২৭ বল থেকে ৪৯ রানের জুটি গড়েন। ইনিংসের ২ বল বাকি থাকতে তানভির ১৫ বল থেকে ৩১ রান করে ফরহাদ রেজার বলে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলেই সোহান ২৭ বল থেকে ৩৩ রান করে ফেরেন সোহান।
ইনিংসের শেষ বলে ইলিয়ান বাউন্ডারি মেরে শেখ জামালেন ব্যাটিং ইনিংসের ইতি টানেন। এতে নির্ধারীত ২০ ওভারে শেষে শেখ জামালের স্কোর দাঁড়ায় ১৫৭ রান।
প্রাইম দোলেশ্বরের হয়ে রেজা ৩২ রানে ৩টি উইকেট নেন। সানি ২৫ রান দিয়ে নেন ১ টি উইকেট।