সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও খেলবেন না ট্রেন্ট বোল্ট। আজ (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
প্রথম টেস্টের আগে পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় বোল্ট খেলতে পারেননি। তবে এবারে দ্বিতীয় ম্যাচের আগে তাকে ভোগাচ্ছে চোট। আর এই কারণে তাকে নিয়ে কোনপ্রকার ঝুঁকি নিতে নারাজ বোর্ড।
বোর্ড জানায়, ‘বোল্ট আপাতত যে পরিস্থিতিতে আছে, তাতে তার খেলার সুযোগ নেই। আর সে ছুটির কারণে অনেকদিন মাঠের বাইরে ছিল। তাই তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। আর এটা সময়োচিত সিদ্ধান্ত।’
একাদশে না থাকলেও দলের সাথে ঠিকই থাকবেন বোল্ট। করতে পারেন অনুশীলনও। এদিকে বোল্টের অনুপস্থিতিতে দলে ডাক পেয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন ম্যাট হেনরি। বল আর ব্যাটে স্বপ্নীল এক টেস্ট ম্যাচ কাটিয়েছেন এই পেসার। প্রথম ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরার খেতাব জিতেছিলেন তিনি।
বিডি স্পোর্টস নিউজ / বিপ্রতীপ দাস