পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ আমিরের মা মারা যাওয়াতে আজ সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল। আর তাতেই কমেন্টের বাক্সে ঝড় উঠে নানা রকম প্রতিক্রিয়ার। তাই সে প্রতিক্রিয়া নিয়েই পুনরায় স্ট্যাটাসের মাধ্যমে তার ভক্তদের উপর ক্ষোভের ঝাল মেটালেন।
প্রথম স্ট্যাটাসে রুবেল লেখেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ আমির তার মা ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
আল্লাহ আপনি ওনাকে জান্নাত নসিব করুন। আমিন।
হে আল্লাহ আপনি বাংলাদেশের তথা সমস্ত দেশের অসুস্থ ভাই বোনদের সুস্থতা দান করুন আমিন।’
এরপরে আবারো স্ট্যাটাস দেন রুবেল। সেই স্ট্যাটাসে রুবেল লিখেন ‘পাকিস্তান ক্রিকেট দলের পেসার মোহাম্মদ আমিরের মায়ের মৃত্যু নিয়ে আমি ফেসবুকে পোস্ট দেয়ায় অনেকেই দেখলাম ব্যাপারটা খারাপ ভাবে নিয়েছেন। আমিরের সাথে ২০০৭ সাল থেকে আমার পরিচয়। আমরা একসাথে অনুর্ধ্ব-১৯ -এ খেলেছিলাম। দেশের বাইরের কাছের বন্ধুদের মধ্যে অন্যতম সে। এজন্যই তার মায়ের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলাম। তাছাড়া কারো মৃত্যুতে শোক প্রকাশ করাতে ভুল কোথায় আমি জানিনা! তবে ইদানীং লক্ষ করা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অন্যের প্রতি বিদ্বেষ প্রচারেই বেশি আগ্রহী। মুসলিম হিসেবে এটি কোন ভাবেই কাম্য নয়।’