ব্যাক্তি জীবনে নানা কর্মকান্ড নিয়ে সব সময়ই বিতর্কে থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে বির্তককে পাত্তা না দিয়ে মাঠে নিজের সেরা দিয়ে যাচ্ছেন তিনি। এজন্য পেয়েছেন সম্মানও। টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতলেন মার্টিনেজ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) প্যারিসের থিয়েটার দ্য শাতলে ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারটি তুলে দেওয়া হয় এমির হাতে।
আরও পড়ুন: ৬৪ বছর পর স্পেনে ব্যালন ডি’অর
পুরস্কার জিতে মঞ্চে উঠে এমি বলেন, ‘আবারও সেরা হতে পারাটা আনন্দের। ফুটবলের বাইরেও আমার একটা জীবন আছে। পরিবার, বন্ধু সবাই মিলে তারা আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এই সম্মান পেয়ে সত্যিই গর্ববোধ হচ্ছে।’