মাত্র ১৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ ক্রিকেটার মহরম হোসেন মোহিন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সংবাদ বিজ্ঞপ্তিতে মোহিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রোটিয়াদের সঙ্গী অজিরা
প্রসঙ্গত, বিসিবির বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটির অধীনে নিবন্ধিত খেলোয়াড় ছিলেন মোহিন। তিনি ঢাকা বিভাগীয় দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলে প্রতিনিধিত্ব করেছেন। ৬ জানুয়ারি ঢাকা বিভাগের হয়ে অনূর্ধ্ব-১৮ ডিভিশন খেলার কথা ছিল মোহিনের।