বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু হবে বৃহস্পতিবার (৬ জুলাই)। পাঁচ ম্যাচের ওয়ানডের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
বুধবার (৫ জুলাই) দুপুরে খুলনা আবু নাসের স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক আহরার আমিন ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিভিড টিগার।
আরও পড়ুনঃ ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এর আগে বুধবার সকাল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম ওয়ানডের অনুশীলন করেছে। আর বিকেলে দক্ষিণ আফ্রিকার যুবাদের অনুশীলন।
সিরিজের প্রথম ৩ ওয়ানডে হবে খুলনাতে, আর শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহী। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা থেকে।
সিরিজের সূচি অনুযায়ী, আগামী ৬, ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর শেষ দুটি ওয়ানডে ১৪ ও ১৭ জুলাই রাজশাহীতে অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে ১৮ জুলাই নিজ দেশে ফিরবে প্রোটিয়া যুবা দল।
বিডি স্পোর্টস নিউজ/জেএ