কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশের ফলে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ব্যবধান কমে আসলো। সপ্তম স্থানে থাকা বাংলাদেশের সঙ্গে এখন অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ব্যবধান কমে ১২ তে দাঁড়ালো।
নিউজিল্যান্ডে সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান ছিল ১৫। কিন্তু কিউইদের মাঠে হোয়াইটওয়াশের ফলে তিন পয়েন্ট হারিয়েছে তারা। তবে অবস্থানের হেরফের হয়নি টাইগারদের।
৯৩ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরে এখন ৯১ রেটিং পয়েন্টে অবস্থান করছে। তবে টাইগারদের সুযোগ ছিল তৃতীয় ওয়ানডে জিতে সেই ৯৩ পয়েন্টে নিয়ে সিরিজ শেষ করার। কিন্তু আজ ডানেডিনে ৮৮ রানের বড় পরাজয়ে সে আশা পূরণ হলো না তাদের। অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সঙ্গে এখন বাংলাদেশের ১২ পয়েন্টের ব্যবধান রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর পূর্বে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ হারে। ফলে এক ধাপ অবনিত হয়ে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে নেমে যায় তারা। কিন্তু বাংলাদেশকে ৩-০ তে হেয়াইটওয়াশ করে তারা ১১২ পয়েন্ট নিয়ে আবার র্যাঙ্কিয়ের তৃতীয় স্থানে উঠে গেল। তবে নিউজিল্যান্ড যদি ২-১ ব্যবধানে সিরিজ জিততো তাহলে ১১১ নিয়ে চতুর্থ স্থানে নেমে যেতো কিউইরা।