ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আফগানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। আগামী বছরের শুরুতে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন এই অলরাউন্ডার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নবির অবসরের খবরটি জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নসিব খান। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এসিবির পোস্ট করা এক ভিডিও বার্তায় নবিও জানিয়েছেন নিজের অবসর নেওয়ার কথা।
ক্রিকবাজকে এসিবির সিইও নসিব বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবেন এবং বোর্ডকে তিনি নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। কয়েকমাস আগেই তিনি আমাকে বলেছিলেন চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি তিনি টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন। আপাতত এটাই তার পরিকল্পনা।’
২০০৯ সালে আফগানিস্তানের জার্সিতে ওয়ানডে অভিষেক হয় নবির। এরপর থেকে ১৫ বছর ধরে আফগানদের হয়ে এই ফরম্যাটে ১৬৫ ম্যাচ খেলে তিন হাজার ৫৪৯ রান করেছেন এই অলরাউন্ডার। একই সঙ্গে বল হাতে নিয়েছেন ১৭১টি উইকেট।