দিনকে দিন জনপ্রিয় হচ্ছে ব্যাট-বলের খেলা ক্রিকেট। নিয়মকানুনেও এসেছে বহুল বদল। এবারে সেই পরিবর্তনের তালিকাটা আরো খানিকটা দীর্ঘ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিজাত সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাব তথা এমসিসি। আগামী পহেলা অক্টোবর থেকে চালু হবে তাদের প্রনয়ন করা বদলকৃত নিয়মগুলো।
আগে নিয়ম ছিল ক্যাচ আউট হলে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার যদি পিচের অর্ধেক ভাগ পেরিয়ে যেতে পারেন তাহলে তিনি পরের বলে স্ট্রাইক পাবেন। কিন্তু নব্য নিয়মে তার আর বালাই নেই৷ ক্যাচ আউট হলে নতুন ব্যাটারই স্ট্রাইক নেবেন।
আবার ম্যাচ চলাকালীন সময়ে মাঠের ভেতরে অযাচিতভাবে কোন প্রাণী ঢুকে পড়লে ডেড বলের ঘোষণা দেওয়া হবে। আর সবচেয়ে বড় ব্যাপার বোলার বল ডেলিভারি সময় যদি তিনি পপিং ক্রিজের বাইরে থেকেই ব্যাটারকে ম্যানকাড পদ্ধতিতে রান আউট করতে যান তাহলেও ডেড বল দেওয়া হবে।
এছাড়া ব্যাটার রান নেওয়ার সময় যদি কোন ফিল্ডার অযথা পড়ে যাওয়া কিংবা ব্যথা পাওয়ার ভান করে মিথ্যা ছলনার আশ্রয় নেয় তাহলে আর রক্ষে থাকবে না তাদের দলের। পেনাল্টি হিসেবে ৫ রান পেয়ে যাবে প্রতিপক্ষ দল। সবমিলিয়ে ব্যাটারদের বেশ সুবিধাই হবে নতুন নিয়মের সৌজন্যে৷
বিডি স্পোর্টস নিউজ/বিপ্রতীপ দাস