পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেলা আড়াইটার দিকে এক পোস্টে স্ত্রী দোলা ও নবাগত সন্তানের ছবি আপলোড করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের শুরুর দিকেই অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তিনি। তার স্ত্রী বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলা। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে বাবা হলেন জাতীয় দলের এই পেসার।
আজ বাবা হওয়ার সংবাদ জানিয়ে ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে রেখেছিলেন রুবেল। ধারণা করা হচ্ছে কাল বাদে পরশুদিনই তিনি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।