মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশি তরুণরা। বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ নামে এ আয়োজন করে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি।
দিনব্যাপী জমজমাট এই টুর্নামেন্টের ফাইনালে লিংকন ইউনিভার্সিটিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৭ ডিসেম্বর)
বাংসার সিটিতে অবস্থিত কমপ্লেক্স সুকান মাঠে সকাল ৭টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, মাহসা ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি এবং আইআইইউএমসহ সর্বমোট চারটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সর্বমোট ৬টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন বিয়াম প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, পিনাকল ফুডস-এর মার্কেটিং ম্যানেজার জনাব মুরাদ, হেড অব মার্কেটিং জনাব তাহসিন।