ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেলেন এনামুল হক বিজয়। তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অপারাজিত সেঞ্চুরির পর আজ সেঞ্চুরি হাঁকালেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এটি বিজয়ের ১১তম সেঞ্চুরি। তবে ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যান ১১৮ বলে নিজের সেঞ্চুরি পূরণের পর আর বেশি দূর নিয়ে যেতে পারেননি স্কোর। ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে তানবির হায়দারের বোলিংয়ে শহীদুল ইসলামের হাতে ধরা পড়েন বিজয়। আউট হওয়ার আগে করেন ১০১ রান।
বিজয় ছাড়া আজ শেখ জামালের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করেত নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিমান্যু ইশ্বর। তিনি ১২৬ বল থেকে ১৩৩ রান করেন।
দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ভর করে প্রাইম ব্যাংক নির্ধারীত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেটে ৫৯ রান।