প্রায় ১১ বছরের বিরতি শেষে আবারও বিপিএলে যুক্ত হলো চিটাগং কিংস। দীর্ঘ বিরতির পর ফিরেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভূক্ত করে চমক দিয়েছে তারা। এবার আরও এক চমক দিতে যাচ্ছে দলটি।
জানা গেছে, আসন্ন বিপিএলে চিটাগং কিংসের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের বুমবুম আফ্রিদি খ্যাত শহিদ আফ্রিদি। জনপ্রিয় এই ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে এ ফ্রাঞ্জাইজিটি। একই সঙ্গে চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করবেন তিনি।
আরও পড়ুন: টাইগারদের হেড কোচ ফিল সিমন্স এখন ঢাকায়
মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চিটাগং কিংস। তারা লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে বুম বুম শহিদ আফ্রিদি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন।’
প্রসঙ্গত, বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন শহিদ আফ্রিদি। পরের আসরগুলোয় সিলেট সুপার স্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন।