বিপিএলের দ্বিতীয় দিনে চিটাগাং কিংসের বিপক্ষে রান উৎসব করেছে খুলনা টাইগার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান সংগ্রহ করেছে খুলনা। তাদের এই বড় স্কোরের নায়ক ওপেনার উইল বসিস্তো এবং উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
৫০ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭৫ রান করেছেন বসিস্তো। তবে ঝড় তোলা এই অস্ট্রেলিয়ানকে ছাড়িয়ে গেছেন অঙ্কন। খুলনার উইকেটকিপার ব্যাটার মাত্র ২২ বলেই খেলেছেন ৫৯ রানের অনবদ্য ইনিংস। এই ইনিংস খেলার পথে মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
শুধু তাই নয়, বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের উইকেটকিপার-ব্যাটার অঙ্কন। একই সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম অর্ধশতকের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে অঙ্কন বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে বিপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন।