8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

দল ঘোষণা সম্পূর্ণ, বিপিএল জানুয়ারিতে

bpl, bangladesh premier league 2019, cricket, mashrafe,shakib, bd sports, bdsports news, bpl 2019
ছবি: প্রথম আলো

২০১৯ সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারী মাসেই মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজিয়ে নিয়েছে এরই মাঝেই। বিভিন্ন দলের সাথে আইকনরা আগেই চুক্তি করে ফেলায় যদিও আগ্রহটা একটু কমই ছিল বলা যায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রিয় মানুষগুলোর প্রধান আগ্রহের বিষয় ছিল মোহাম্মদ আশরাফুল, মুস্তাফিজ, মিরাজ, লিটন দাস, ইমরুল কায়েসরা কে কোথায় যাচ্ছেন সেটি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক, এবারের বিপিএলে কোন দল কতটা শক্তিশালী হলো।

ঢাকা ডায়নাইমটস: সাকিব আল হাসান, সুনিল নারাইন, রোভমান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, নাঈম শেখ, আসিফ হাসান, শাহাদাত হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল, রনি তালুকদার, শুভাগত হোম, রুবেল হোসেন ও নুরুল হাসান।

রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, মোহাম্মদ সামি, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাট, মার্শাল আইয়ুব, কামরুল রাব্বি, ইশুরু উদানা, লরি ইভান্স, আরাফাত সানি, সৌম্য সরকার, ফজলে রাব্বী ও মোহাম্মদ আলাউদ্দিন বাবু।

খুলনা টাইটানস: মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রাফেট, ডাভিড মালান, আলী খান, ব্রেন্ডন টেলর, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন, সুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, জহীর খান, শেরফান রাদারফোর্ড, তাইজুল ইসলাম, আল আমিন, জহুরুল ইসলাম ও শরিফুল ইসলাম।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, ওশেন থমাস, আবুল হাসান, ফারদীন হোসেন, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, রবি বোপারা, রাইলি রুশো, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, শফিউল ইসলাম ও সোহাগ গাজী।

সিলেট সিক্সার্স: লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, মেহেদি হাসান রানা, গুলবদীন নাইব, আন্দ্রে ফ্লেচার, অলক কাপালি, জাকির আলী, নাবিল সামাদ, ইবাদাত হোসেন, ফাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, আফীফ হোসেন ও তাসকিন আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আমিন ইয়ামিন, এভিন লুইস, ওয়াকার সালামখিল, শামসুর রহমান, সানজিত সাহা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদি হাসান ও জিয়াউর রহমান।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রনকি, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রবি ফ্রাইলিংক, শাদমান ইসলাম, নাজিবুল্লাহ জাদরান, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ক্যামেরন ডেলপোর্ট, দাশুন শানাকা, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles