17.8 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

বিপিএল জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ: মুশফিক

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর, যেখানে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রাহিম। আপাতত জাতীয় দল নিয়ে চিন্তা মাথায় আনছেন না এই ব্যাটার, দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে শীর্ষ ব্যাটসম্যানের আসনটি ধরে রাখতে চান মুশফিক।

বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের আগে খুলনা টাইগার্সের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রাহিম বললেন, ‘আমি ঘুরে দাঁড়ানো বা জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। আমার চিন্তায় বিপিএল। আলহামদুলিল্লাহ, বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক আমি। আমার কাছে এটা অন্যরকম চ্যালেঞ্জ যেন ওই জায়গাটা ধরে রাখতে পারি।’

জাতীয় দল নিয়ে মুশফিক বলেন, ‘ভবিষ্যতে কী হবে না হবে তা নিয়ে একদমই ভাবি না। চেষ্টা করি দলের জন্য খেলতে, এটাই আমার জন্য যথেষ্ট। যেহেতু আমাকে সরাসরি চুক্তিতে নিয়েছে, তার প্রতিফলন যেন মাঠে দিতে পারি এতটুকুই চিন্তা করছি।’

টুর্নামেন্টে দলের লক্ষ্য নিয়ে মুশফিক বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। আর বিপিএল টি-টোয়েন্টিতে আমাদের সবচেয়ে বড় লিগ। বিশ্বব্যাপী বিপিএলের একটা সুনাম আছে। এখানে গুণগত ক্রিকেট হয়, মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও আছে। অবশ্যই একটা চ্যালেঞ্জ তো থাকেই। যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে চায়। আমরাও চাই ইনশাআল্লাহ। শুরুটা খুব গুরুত্বপূর্ণ, কাল শুরু হচ্ছে। শীর্ষ দুইয়ে থেকে যেন লিগ পর্ব শেষ করতে পারি সেই চেষ্টা করব। আশা করি একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles