এক মাসের অপেক্ষার অবসান করে বিপিএল ষষ্ঠ আসরের শিরোপা জিতে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল হিসেবে একটি ট্রফির সঙ্গে তারা পেলো ২ কোটি টাকার চেক। আর রানারআপ হয়ে সাকিবের দল পেল ৭৫ লাখ টাকার চেক।
বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে ৬১ বল থেকে ১৪১ রানের বিদ্ধংসী ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হলেন তামিম ইকবাল। পুরস্কার হিসেবে তিনি গ্রহণ করেন ১০০০ ইউএস ডলার।
১৫ ম্যাচে ৩০১ রান ও বোলিংয়ে আসর সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে বিপিএল ষষ্ঠ আসরের ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হলেন সাকিব আল হাসান। পুরো টুর্নামেন্টে এমন অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি ৫০০০ ইসএস ডলার ও বাইক জিতে নেন।