প্রথমবারের মতো বিপিএল মাতাতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। শুধু তাই নয়, বিপিএলে খেলার জন্য তাকে ছাড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে লাল বলের ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
বিপিএলের আসন্ন আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন শাহীন। এছাড়া দলে রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শাহীন ছাড়াও বরিশালের বোলিং লাইনআপে থাকবে আরও কয়েকজন ম্যাচ উইনার, যা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।