প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলের অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই তারকা ব্যাটসম্যান স্মিথ ও ওয়ার্নার। যা নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আগ্রহের কমতি ছিল না। তবে এই দুই ব্যাটসম্যানের বিপিএল সফরটা খুব একটা সুখকর হলো না। আগেই ইনজুরি নিয়ে ফিরে গেছেন স্মিথ। এবার গুঞ্জন শোনা যাচ্ছে ইনজুরি নিয়ে দেশে ফিরে যেতে পারেন ওয়ার্নার।
আর দুই মাস পরেই স্যান্ডপেপার গেট কান্ডে সাসপেনশনের নিষেজ্ঞতা উঠে যাবে। ফর্মে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার লক্ষ্য ছিল ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের। সেই উদ্দেশ্যে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বেছে নিয়েছিলেন তারা। তবে পুরো টুর্নামেন্ট শেষ না করেই ইনজুরি নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের। প্রথমে স্মিথ এবার ওয়ার্নার।
মাত্র দুটি ম্যাচে অংশ নিয়ে ইনজুরির কারণে দেশে ফিরে যান কুমিল্লার অধিনায়ক স্মিথ। অস্ট্রেলিয়া থেকে খবর আসে শুধু বিপিএলই না অস্ত্রোপচারের জের ধরে মাঠে নামতে পারবেন না আগামী ৬ সপ্তাহ।
তবে এদিক থেকে ওয়ার্নার সিলেটের হয়ে ব্যাট হাতে নিজের ফর্মটা ফিরে পেয়েছিলেন। সবশেষ ১৬ জানুয়ারি রংপুরের বিপক্ষে খেলেন ৩৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। তবে সিলেট সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভেরিফাইড পেইজ ‘ক্রিকেট ডট কম ডট এউ’।
এতে বলা হয়, আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়া ফিরে যাবেন ডান হাতি এই ব্যাটসম্যান। তাদের মতে স্মিথের মতো কনুই ইনজুরি ভোগাচ্ছে ওয়ার্নারকেও। তবে খেলবেন আগামী ১৯ ও ২১ জানুয়ারির দুটি ম্যাচ।
এবিষয়ে সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এখনও তেমন কিছু জানা যায়নি। খুব গুরুতর কিছু না। যদি ফিজিও মনে করেন সে ফিট না তবে ফিরে যেতে পারেন ওয়ার্নার।’