15 C
New York
Tuesday, April 16, 2024

Buy now

বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে যা বললেন মাশরাফি

ব্যর্থতার মিশন শেষে হতাশা নিয়ে রবিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে প্রত্যাশা অনুয়ায়ী পারফর্ম করতে না পারায় দায় অধিনায়ক মাশরাফি নিজের কাঁধে নিয়েছেন।

বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি বিকেল ৫টা ২৭ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবারসহ লন্ডনেই রয়েছেন তিনি। এছাড়া দলের আরও তিন ক্রিকেটার লিটন কুমার দাস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজও সেখানেই রয়ে গেছেন।

বিমানবন্দরে নেমে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘যেই এক্সপেক্টেশন নিয়ে গিয়েছিলাম, অবশ্যেই সেই জায়গা থেকে হতাশা ছিল। তবে পুরো ওয়ার্ল্ড কাপ ‍যদি দেখেন, যদি-কিন্তুর হিসেবে আমরা সেমিফাইনালে যেতেও পারতাম। খেলার ধরন বা সবকিছুই ইতিবাচক ছিল।’

সেমিফাইনালে কেন যেতে পারলাম না এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘সেটাই বললাম, ইন্ডিয়ার ম্যাচ পর্যন্ত আমাদের অফিসিয়ালি সুযোগ ছিল। তবে পারফরম্যান্স হয়তো সাকিব বা মুশফিক ছাড়া অন্যদের ধারাবাহিক ছিল না। একই সময় কিছু ব্যাপার ছিল ভাগ্যের ওপর, যা আমাদের সহায় ছিল না। একটা সপ্তাহ গেছে যেখানে বৃষ্টির কারণে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হইনি, অন্য কিছু দল লাভবানও হয়েছে।’

বিশ্বকাপে আমরা সফল না ব্যর্থ? জবাবে মাশরাফি, ‘আগেও বলেছি, সাকিব, মোস্তাফিজ, মুশফিক ও সাইফউদ্দিন অসাধারণ ক্রিকেট খেলেছে। আর যারা আছে আমার কাছে মনে হয় ইন এন্ড আউট পারফরম্যান্স করেছে। তবে আমার কাছে মনে হয় এই চারজন দারুণ ছিল। ওভারঅল পারফরম্যান্সের কথা আগেও বলেছি, আশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি।’

সবশেষে নিজের পারফরম্যান্স নিয়ে মাশরাফির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো টিমের দায়ভার আমাকে নিতে হবে এটা স্বাভাবিক। অন্য যে কেউ থাকলে তাকেও নিতে হতো। যেকোনো টুর্নামেন্ট শেষে এমন সমালোচনা হবেই। এটাকে মেনে নিতে হবে।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles