7.8 C
New York
Friday, April 19, 2024

Buy now

বাবরকে অধিনায়ক করে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই কোনো ভারতীয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। প্রায় এক মাস ধরে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা নামলো অস্ট্রেলিয়ার ট্রফি জয়ের মাধ্যমে।

সেরা একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বাবর আজমকে। আশ্চর্যের ব্যাপার হলো, একাদশে জায়গা পায়নি কোনো ভারতীয় ক্রিকেটার।

আইসিসির এই সেরা একাদশে জায়গা পেয়েছে ছয় দেশের ক্রিকেটার। যাদের মধ্যে অস্ট্রেলিয়ার তিন জন, শ্রীলঙ্কা, দক্ষিণ-আফ্রিকা ও ইংল্যান্ডের দুই জন করে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ডের কোনো ক্রিকেটার জায়গা পায়নি বর্তমান বিশ্বসেরাদের এই একাদশে।

সোমবার (১৫ নভেম্বর) এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। যাকে অফিসিয়াল ভাষায় বলা হচ্ছে ‘মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট’।

ধারাভাষ্যকার, সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় ও সাংবাদিকদের নিয়ে গড়া আইসিসির বাছাই প্যানেল এই একাদশ চূড়ান্ত করেছে।

আইসিসির সেরা একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী)

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান, ৪৮.১৬ গড়

জস বাটলার (উইকেটকিপার, ইংল্যান্ড)- ২৬৯ রান, ৮৯.৬৬ গড়, পাঁচ ডিসমিসাল

বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান)- ৩০৩ রান, ৬০.৬০ গড়

চারিথ আসালানকা (শ্রীলঙ্কা)- ২৩১ রান, ৪৬.২০ গড়

এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ১৬২ রান, ৫৪.০০ গড়

মঈন আলী (ইংল্যান্ড)- ৯২ রান, স্ট্রাইক রেট ১৩১.৪২, ১১ গড়ে সাত উইকেট

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ১৬ উইকেট, ৯.৭৫ গড়

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ১৩ উইকেট, ১২.০৭ গড়

জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ১১ উইকেট, ১৫.৯০ গড়

ট্রেন্ট বোল্ট (নিউ জিল্যান্ড)- ১৩ উইকেট, ১৩.৩০ গড়

আনরিখ নর্টিয়ে (দক্ষিণ আফ্রিকা)- ৯ উইকেট, ১১.৫৫ গড়

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, এইডেন মার্করাম, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, অ্যানরিখ নরকিয়া।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles