বিশ্বকাপের ঝড় উঠবে আর কিছুদিন পরেই। সম্প্রতি অজিদের কাছে ভারতের হারকে অনেকে মনে করছেন বিশ্বকাপে অধিনায়ক কোহলি অনেক চাপ থাকবে। কিন্তু সাবেক প্রোটিয়ার অধিনায়ক অলরাউন্ডার জ্যাক ক্যালিস মনে করছেন বিশ্বকাপে বিরাট কোহলি কোনো চাপেই থাকবে না।
তিনি মনে করছেন, বিশ্বকাপে কোহলি কোনো চাপেই থাকবে না। কারণ অতীতে কোহলির অনেক রেকর্ড আছে যে তিনি দলকে খারাপ পরিস্থিতিতেও ভালো কিছু উপহার দিয়েছেন।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যালিস জানান,
‘আমার মনে হয়না কোহলি চাপে থাকবে। সে বার বার ভালো মুহূর্ত এনে দিয়েছে দলকে। সে বিশ্বসেরাদের একজন। তাঁকে অন্যরা অনুসরণ করে। কেননা এই মুহূর্তে সে বিশ্বসেরা।
‘কোহলি যতদূর চায় সে ততদুরই যেতে পারবে। সে ক্ষুধার্ত থাকে সবসময়। সে কঠোর পরিশ্রম করে। এমনটা সে বেশ কয়েক বছর ধরে করে আসছে।’
পুরো সময় যদি কোহলি ফিট থাকেন তবে আসন্ন বিশ্বকাপের অনেক রেকর্ডই চলে আসবে কোহলির নখদর্পণে, মনে করছেন ক্যালিস। তিনি আরও জানান,
কোহলি যখন খেলে তখন খেলাটাকে খুব স্বাভাবিক দেখায়। মানুষ তাঁর ব্যাটিং দেখতে ভালবাসে। সে যদি পর্যাপ্ত ফিট থাকে এবং সামনে এগিয়ে যেতে থাকে তাহলে সব রেকর্ডই সে ভাঙবে।