মেলবোর্ন ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ রানের সুন্দর একটা ইনিংসে ভারতকে এক দিনের সিরিজে জয় এনে দিয়েছেন ভারতীয় দলের প্রক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অনেক দিন পরে তাঁকে এই রকম ফর্মে দেখা গিয়েছে। পাশাপাশি ৩৭ বছর ১৯৫ দিন বয়সে ধোনিই ভারতের সব থেকে বয়স্ক ক্রিকেটার হলেন, যিনি সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিদ শর্মার ১৩৩ রান সত্বেও ম্যাচ হেরেছিল ভারত। সেই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ধোনি করেছিলেন হাফ সেঞ্চুরি। এ ম্যাচ শেষে রোহিত শর্মা বলেছিলেন ধেঅনিকে চার নম্বরে ব্রাট করতে দেখে তিনি খুশি হবেন। রোহিতের সুরেই সুর মোলালেন সৌরভ গাঙ্গুলী।
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ধোনিকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোই সব থেকে ভালো ব্যাপার হবে। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে সৌরভ বলেন, ‘অনেক দিন পর ধোনিকে এ রকম ভাবে খেলতে দেখলাম। আমার মনে হচ্ছে মেলবোর্নের ম্যাচের পরে ধোনির আত্মবিশ্বাস আরও বাড়বে।’
সৌরভ আরও বলেন, ‘চারে ধোনি, পাঁচে কেদার যাদব এবং ছয়ে দীনেশ কার্তিক। আমার মতে ব্যাটিং লাইনআপ এ রকমই হওয়া উচিত। কারণ এদের যে সুযোগ দেওয়া হয়েছিল এরা সেটা সদ্ব্যবহার করেছে।’