বড় বড় বৈশিক আসরগুলোর আগে দলগুলো আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেয়ার জন্য খেলে ওয়ার্ম আপ ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০১৯ এর জন্য ঘোষণা করেছে প্রস্তুতি ম্যাচের সূচি।
সূচিতে বাংলাদেশের ভাগ্যে পড়েছে এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের নাম। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বিশ্বকাপে অংশ নেয়া ১০ টি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ অনুষ্ঠিত হবে মে মাসের ২৬ তারিখে। এর একদিন পরেই মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে আবারো মাঠে নামবে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে।
টাইগারদের দুটি ম্যাচই কার্ডিফের ওয়েলস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারী বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ২৪ থেকে ২৮ মে ২০১৯ পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।
জানা গেছে, প্রস্তুতি ম্যাচের টিকিট এপ্রিল মাসের মাঝামাঝিতে পাওয়া যাবে।
প্রসঙ্গত, বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন থেকে। নিজেদের প্রথম ম্যাচে ঐদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ রাউন্ড রবিন পদ্ধতিতে হবে বিধায় প্রতিটি দল একবার করে অন্য দলের মুখোমুখি হবে। রাউন্ড রবিন পদ্ধতিতে চলতে থাকা বিশ্বকাপে বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে ৫ জুলাই।
একনজরে আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর প্রস্তুতি ম্যাচের সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু
২৪ মে ২০১৯ পাকিস্তান বনাম আফগানিস্তান ব্রিস্টল
২৪ মে ২০১৯ শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা কার্ডিফ
২৫ মে ২০১৯ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া হ্যাম্পশায়ার
২৫ মে ২০১৯ ভারত বনাম নিউজিল্যান্ড ওভাল
২৬ মে ২০১৯ বাংলাদেশ বনাম পাকিস্তান কার্ডিফ
২৬ মে ২০১৯ দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজ ব্রিস্টল
২৭ মে ২০১৯ অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা হ্যাম্পশায়ার
২৭ মে ২০১৯ ইংল্যান্ড বনাম আফগানিস্তান ওভাল
২৮ মে ২০১৯ বাংলাদেশ বনাম ভারত কার্ডিফ
২৮ মে ২০১৯ উইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ব্রিস্টল