14.2 C
New York
Thursday, May 2, 2024

Buy now

বিশ্বকাপ শুরুর আগে কেউ আমাদের গুরুত্বই দেয়নি: অ্যারোন ফিঞ্চ

[et_pb_section admin_label=”section”] [et_pb_row admin_label=”row”] [et_pb_column type=”4_4″][et_pb_text admin_label=”Text”]

বাস্তবতাকে না মানা অথবা বান্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো সম্ভব নয়। এমনই বাস্তবতার সমুক্ষীন হয়ে খানিকটা অনুযোগের সুরে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ বলেন, বিশ্বকাপ শুরুর আগে কেউ আমাদের গুরুত্বই দেয়নি।

এমনকি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া টানা ৫টি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে, এমনকি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে গেছে, তাদেরকে নিয়ে খুব বেশি আশাবাদী কে’ই বা হতে পেরেছিল? অথচ চলমান বাস্তবতা হচ্ছে, সেই গুরুত্বহীন অস্ট্রেলিয়াই আজ ফাইনালে।

শিরোপা লড়াইয়ে আগামীকাল তারা মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই একটি শিরোপাই কেবল জেতা বাকি রয়েছে অসিদের। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সেই আক্ষেপ ঘুচে যাবে তাদের।

ফাইনালে খেলতে নামার আগের দিন অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ সংবাদ সম্মেলন বলেন, ‘ছেলেরা তেতে রয়েছে এবং ফাইনালের খেলার অপেক্ষায় আছি সবাই। আমার মনে হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। কারণ ওরা অসাধারণ একটি দল।’

তিনি দাবি করেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আমাদের নিয়ে কেউ আশাই করেনি; কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আগের পরিস্থিতি যাই থাকুক, এখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি আমরা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দলের দুর্দান্ত ইতিহাস রয়েছে। আমাদের মধ্যে সম্পর্কও খুব ভাল। ফাইনালে খেলাটা রোমাঞ্চকর হবে।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের কাছে হারের পর আমরা হতাশ হয়ে পড়েছিলাম। তবে কয়েক দিনের গ্যাপটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা সে সময়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আইপিএল এবং বিশ্বকাপে রান তাড়া করে জয় পাওয়ারই ট্রেন্ড রয়েছে। কিন্তু ফাইনালে কী সিদ্ধান্ত নেব বা কী হবে, এসব নিয়ে বেশি তাড়াহুড়ো করতে রাজি নই।’

ফিঞ্চ জানিয়ে দেন স্টিভ স্মিথের ফর্মে না থাকা নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়। বরং তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে ম্যাচ জেতানোর জন্য আমাদের দলের প্রতিটা খেলোয়াড়ের অবদান রয়েছে। ফাইনালে যে দল সুযোগগুলি সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে, তার উপর সবটা নির্ভর করবে।’

[/et_pb_text][/et_pb_column] [/et_pb_row] [/et_pb_section]

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles