টানা ৬ টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে চলে গেছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের হালনাগাদ করা টেবিলে সবার নিচে রয়েছে পাকিস্তান। ২০২৩-২০২৫ চক্রে এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র দুই জয়ে পাকিস্তানের পয়েন্ট ১৬। জয়ের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথম ইনিংসে ৫০০ বা তার বেশি রান করে ইনিংস ব্যবধানে হারের রেকর্ড গড়লো। শুক্রবার ইংল্যান্ডের কাছে এমন অস্বস্তিকর রেকর্ডটি করেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের সঙ্গে ৪৭ রানে হেরেছে শান মাসুদের দল। এর আগে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান। তারও আগে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় তারা।
আরও পড়ুন: তামিমের মন্তব্যের জবাবে যা বললেন সালাউদ্দিন
টেস্ট চ্যাম্পিয়নশিপের হালনাগাদ করা টেবিলে সবার শীর্ষে আছে ভারত। ১১ ম্যাচে ভারতীয়দের পয়েন্ট ৯৮, জয়ের হার ৭৪.২৪ শতাংশ। ১২ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার জয়ের হার ৬২.৫০। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। তাদের ম্যাচ জয়ের হার ৫৫.৫৬।
১৭ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থস্থানে আছে ইংল্যান্ড। তাদের জয়ের হার ৪৫.৫৯। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তাদের জয়ের হার যথাক্রমে ৩৮.৮৯ ও ৩৭.৫০। ৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের জয়ের হার ৩৫.৩৮। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের জয়ের হার ১৮.৫২।