20 C
New York
Friday, May 3, 2024

Buy now

যে কারণে বাদ পড়লেন জাহানারা আলম!

মাত্র কদিন আগেই বাংলাদেশ ক্রিকেটে বড় একটি সুখবর দিয়েছে টাইগ্রেসরা। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে তারা। তবে হঠাৎ করেই কয়েকদিন ধরে নারী ক্রিকেটে উত্তাল চলছে।

গত ৮ জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। সে দলের মূল স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলমের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাকে।

সম্প্রতি, দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই জাহানারা বিসিবিকে একটি চিঠি দিয়েছেন। অভিযোগ পত্রে তিনি লিখেছেন, নিজের অসন্তুষ্টির কথা। চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী বিষয়ে এবং কাদের ওপর ক্ষুব্ধ হয়ে জাহানারা এই অভিযোগ পত্র দিয়েছেন, সেটি পরিষ্কার করেনি বিসিবি।

ধারণা করা হচ্ছে বিসিবিকে দেয়া চিঠিই জাহানারার উপর নির্বাচকদের অসুন্তুষ্টির প্রধান কারণ। এই চিঠির কারণেই অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে ১৫ সদস্যের দল থেকে বাদ দিয়ে রাখা হয়েছে স্ট্যান্ডবাইয়ে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখছে বোর্ড।

বোর্ডের একটি সূত্র অবশ্য জানিয়েছে, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে যে চিঠি দিয়েছেন জাহানারা, সেখানে নির্বাচক মঞ্জুরুল ইসলাম, কোচ একে এম মাহামুদুল ইমনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন। একই সঙ্গে তুলে ধরেছেন ড্রেসিংরুমের অনেক ঘটনা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles