10.6 C
New York
Friday, April 26, 2024

Buy now

বুমড়ার বোলিং অ্যাকশন নিয়ে উঠছে প্রশ্ন

ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে পেসার জাসপ্রিত বুমড়া ইনিংসের নবম ওভারে ভারতের তৃতীয় ক্রিকেটর হিসেবে টেস্টে হ্যাটট্রিক উইকেট তুলে নিয়েছেন। সেই ম্যাচে ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ সঙ্গী সুনীল গাভাস্কারের কাছে প্রশ্ন রেখেছেন, বুমরার অ্যাকশন নিয়ে যে প্রশ্ন তুলছেন অনেকেই সেটা কীভাবে দেখছে গাভাস্কার?

বুড়মার হ্যাটট্রিক উইকেট পাওয়ার প্রসঙ্গ টেনে এনে বিশপ বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারি না কেউ কেউ যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। ওর অ্যাকশন অনন্য মানছি কিন্তু এই খেলার নিয়মের মধ্যেই। সত্যি বলতে বর্তমান বোলারদের মধ্যে ওর মতো নিখুঁত কম আছে। কিছু মানুষের উচিত আগে আয়নার দিকে তাকানো (অন্যদের নিয়ে কথা বলার আগে)।’

বিশপের এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হন ভারতীয় সাবেক ওপেনার সুনিল গাভাস্কার। তিনি বিশনের প্রশ্নের উত্তরে না দিয়ে বিশভকে জিজ্ঞেস করেছেন, ‘তুমি কি ওদের নামগুলো বলতে পার? বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে, ওরা কারা?’

এ সময় বিশন গাভাস্কারের প্রশ্নের উত্তরে না গিয়ে বুমড়ার বোলিং একশন বিশ্লেষণ করেই উত্তরটা দিয়ে দেন। তিনি বলেন, ‘আরেকটু কাছ থেকে দেখা যাক…প্রথমে কয়েক ধাপ হেঁটে আসে এবং এরপর সে দৌড়ের গতি তোলে এবং শেষে একদম সোজা অবস্থান থেকে বল ছাড়ে। এখন আমাকে দেখাও অ্যাকশনের ঠিক কোন অবস্থানে হাত বাঁকছে? এটা সম্পূর্ণভাবেই ঠিক অ্যাকশন। মানুষের আসলেই খেয়ে দেয়ে কোনো কাজ নেই।’

বুমড়া তার অভিষেকের পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন। এখন অবদি ১২ টেস্ট ২৩ ইনিংস বোলিং করে নিয়েছেন ৬১ উইকেটে। শনিবার ক্যারিবয়ারদের বিপক্ষে ১৬ রান খরচায নিয়ে নিয়েছেন ৬টি উইকেট। তার তোপেই প্রথম ইনিংসে ৮৭ রানে ৭ উইকেট খুইয়ে ধুকছে উইন্ডিজ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles