ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া জয় প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন জাকের আলী অনিক। তার বিশ্বাস, বাবা বেঁচে থাকলে রাত জেগে ছেলের খেলা দেখতেন।
ম্যাচ শেষে আবেগঘন এক বার্তায় জাকের আলী লিখেছেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করিনি। সারারাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু কোনো বকা দিল না। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। এই জয়টা তোমার জন্য আব্বা।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৪ ডিসেম্বর)
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। জাকের আলী অনিক রাত জেগে সেই খেলা দেখেছিলেন। বাবা ভোরে জেগে ওঠে ছেলেকে খেলা দেখতে আবিস্কার করে অবাক হয়েছিলেন, তবে বকা দেননি। এবার ছেলেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের জয়ের অংশ, জয়ের অন্যতম কারিগর।