বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)/ ইন্ডিপেন্ডেন্স কাপে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে মোস্তাফিজুর রহমানদের বিসিবি সাউথ জোনের মুখোমুখি ওয়ালটন সেন্ট্রাল জোন।
ওয়ালটন সেন্ট্রাল জোন: ৯/১ (৪ ওভার)
সাকিব আল হাসানকে ছাড়া তৃতীয় ম্যাচ খেলতে হচ্ছে ওয়ালটন সেন্ট্রালকে। তার জায়গায় একাদশে এসেছেন হাসান মুরাদ। দ্বিতীয় ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন।
এক নজরে দেখে নিন ওয়ালটন সেন্ট্রাল জোনের একাদশ: আবদুল মজিদ, মিজানুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, আল আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, হাসান মুরাদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, ও নাজমুল ইসলাম অপু।