নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজছেন সদ্যই সবধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়া মোহাম্মদ আশরাফুল।
তবে ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। সদ্য ডিপিএলের খেলাগুলোতে তার পারফরম্যান্স ব্যাটিং লাইনে খুব একটা ভালো না। কিন্তু বোলিং ঝলকটা ভালোই দেখাচ্ছেন।
প্রথম ম্যাচে মোহামেডানের হয়ে ৬ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন আশরাফুল। আজও একটি উইকেট পেয়েছেন তিনি। বোলিং করেছে ৮.৫ ওভার। এজন্য তার খরচ হয়েছে ৪৪ রান।
খেলাঘরের বিপক্ষে আজকের ম্যাচে আশরাফুলদের জয়ের জন্য প্রয়োজন ২২৬ রান।