6.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

ভারতকে নিয়ে জ্যোতিষ শাস্ত্রের আগাম ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে!

মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা পরিকল্পনা মাফিক হলো না। মাত্র ১ রানে মাথার তাদের উদ্ধোধনী জুটির ব্যটাসম্যান গাপটিলের উইকেট হারালো তারা। ইনিংসের চতুর্থ ওভারে বুমড়ার বলে স্লিপে ক্যাচ দেন তিনি। ১৪ বল থেকে ১ রান করেন।

দ্বিতীয় উইকেটে ইনিংস গড়ার দায়িত্বে নিকোলাস ও উইলিয়ামসনের কাঁধে বর্তায়। যা তারা ভালোই সামলাচ্ছিলেন। তবে তাদের জুটির ৬৮ রানের মাথায় নিকোলাস বোল্ড আউট করে ফেরান জাদেজা। ১৯তম ওভারের দ্বিতীয় বলটিতে ৫১ বল থেকে ২৮ রান নিয়ে প্যাভিলিয়লনের পথ ধরেন নিকোলাস।

তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও টেইল জুটি রানের গতি হারায়। এই জুটিতে উইলিয়ামসন এক পাশ থেকে রানের চাকা সচল রাখতে পারলেও অন্যপ্রান্তে ডট বল খেলে চাপ বাড়াচ্ছিলেন টেলর। ১০২ বল খেলে ৬৫ রানের জুটির গড়ার পর বড় শর্ট খেলতে গিয়ে চাহলের বলে ক্যাচ দিয়ে ফিরতে হলো উইলিয়ামসনকে। আউট হওয়ার আগে তিনি ৯৫ বল থেকে ৬টি বাউন্ডারিতে ৬৭ রান করেন।

উইলিয়ামসনের বিদায়ের পর ক্রিজে বেশি সময় স্থায়ী হতে পারেননি টেলর ও নিশাম জুটি। ৩৫ বল থেকে এই জুটির ২৮ রানের মাথায় আঘাত আনেন পান্ডিয়া। ১৮ বল থেকে এক বাউন্ডারিতে ১২ রান করা নিশামকে ক্যাচ আউট বানিয়ে বিদায় করেন।

পঞ্চম উইকেটে ব্যাট করতে নামা গ্রন্ডহোমকে নিয়ে ৭০ বল থেকে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন টেলর। তবে এই জুটিতে ২২ বল তেকে ৩৮ রান তোলেন তারা। দলীয় ২০০ রানে গ্রান্ডহোমকে ক্যাচ আউট করেন ভুবনেশ্বর।

৪৭তম ওভারের মাঠে হানা দেয় বৃষ্টি। ফলে এ সময় খেলা বন্ধ করতে বাধ্য হয় আম্পায়াররা। এ সময় কিউইদের সংগ্রহ ৪৭.১ ওভারে ২১১/৫। বেৃষ্টি থামার পর ক্রিজে টেলর ৮৫ বল থেকে ৬৭ রান নিয়ে দ্বিতীয় ব্যাটিংযে নামবেন। ৪ বল থেকে ৩ রান নিয়ে তাকে সঙ্গ দেবেন ল্যাথাম।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে গণেশশাস্ত্র কী বলছে এবার জেনে নেওয়া যাক-

টস: গণেশের রিডিং অনুযায়ী, নিউজিল্যান্ড টসে জিততে চলেছে। তবে কিউয়িরা টসে জিতলে কী সিদ্ধান্ত নেন, তা জানানো হয়নি।

এই পর্যন্ত সবই ঠিক আছে। তাই বলা যেতেই পারে গনেশের রিডিং এই বেপারে ভুল তথ্য দেয় নি।

প্রধান প্লেয়ার: গণেশ শাস্ত্র অনুযায়ী, ভারতের পক্ষে যে ক্রিকেটাররা এই ম্যাচে প্রভাব ফেলবেন তাঁরা হলেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহেন্দ্র সিং ধোনি। লক্ষ্যণীয়, রোহিত শর্মার কথা কিন্তু বলা হয় নি। তাহলে কী রোহিত ব্যাট হাতে ব্যর্থ হবেন?

এখন পর্যন্ত যেহেতু ইন্ডিয়া মাঠে নামেনি। তাই সামনে বুঝা যাবে গণেশ শাস্ত্র
কতটুকু নির্ভুল ভবিষ্যৎ বাণী করেছে।

তবে এমন মারকাটারি ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। খেলা হলে, ভারতই জিতবে, এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র। গণেশশাস্ত্রে বলা হচ্ছে, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে জিতবেন কোহলিরা। ম্যাচের এই পূর্বাভাস সত্যিই মেলে কিনা, সেটাই দেখার।

গণেশ শাস্ত্র এর তিনটি ভবিষ্যৎবাণীতে এখন পর্যন্ত দুইটি ঘটনা সত্য ঘটেছে। তাই এখন বলা যেতেই পারে ভারত ফাইনালে যাচ্ছে। যদিও এখনো ম্যাচের অর্ধেকটা বাকি রয়েছে। দেখা যাক, গনেশ রিডিং কতটুকু সফল হয়।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles