11.2 C
New York
Thursday, April 25, 2024

Buy now

ভারতকে হারাতে কমপক্ষে ২৭৫ করতে হবে বাংলাদেশকে

Sourav Ganguly, cricket, bangladesh, india, bd sports news,bd sports, asia cup, final
এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই উত্তরোত্তর নিজেদের পারফরম্যান্সের উত্তরণ ঘটিয়ে নিজেদের অপ্রতিরোধ্য দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভারত। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কলকাতার আনন্দবাজার পত্রিকায় লেখা এক কলামে জানিয়েছেন বাংলাদেশ যদি দারুণ কিছু করতে পারে তবেই শুধু ভারতকে হারাতে পারবে।

আজ দুবাইতে বিকেল ৫.৩০ মিনিটে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ফাইনালে নিজ দেশ ভারতকে অনেকটাই এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলী। তিনি ভারতকে ‘অপ্রতিরোধ্য’ দল উল্লেখ করে বলেছেন, ‘ভারতকে হারানো মোটেও সহজ কিছু নয়।’

প্রথম ম্যাচে হংকংয়ের সাথে হাড্ডা হাড্ডি লড়াই করে জিততে হলেও সৌরভ মনে করেন ফাইনালে ভারত কঠিন প্রতিপক্ষ, ‘হংকংয়ের সঙ্গে হোঁচট খেয়ে শুরুর পর থেকে রোহিতরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। ফাইনালে ওদের হারানো মোটেও সহজ হবে না।’

বাংলাদেশী ক্রিকেটারদের বটে-বলে অনবদ্য পারফরম্যান্সই কেবল এইবার এশিয়া কাপের শিরোপার দাবিদার করতে পারে বাংলাদেশকে, ‘বাংলাদেশকে যদি লড়াই করার জায়গায় থাকতে হয় তাহলে অবশ্যই তাদের আগে ব্যাটিং করে কমপক্ষে ২৭৫ রান করতে হবে। এর চেয়ে কম রান হলে ভারতকে হারানো সহজ হবে না।’

সৌরভ মনে করেন সাকিব আল হাসানকে চোটের কারণে হারানোটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা, ‘সাকিবের চোট মাশরাফির জন্য মোটেও ভালো খবর নয়। সাকিবের বোলিং বাংলাদেশের আক্রমণে একটা ভারসাম্য এনে দিচ্ছিল। তবে ওকে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে বোধ হয় একটু বেশিই চাপে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।’

এবারের এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই মুশফিকুর রহিম ধারাবাহিক পারফরম্যান্স করলেও তার উপর বাড়তি চাপ দেয়াটা ঠিক হবেনা বলে মনে করেন গাঙ্গুলী, ‘বড় ম্যাচে বাংলাদেশ বরাবরই মুশফিকুর রহিমের ওপর অতিরিক্ত নির্ভরশীল। কিন্তু সব ম্যাচেই তো সে বিপদ থেকে টেনে তুলতে পারবে না। স্টাম্পের পেছনে দাঁড়িয়ে ওকে যে পরিমাণ চাপ নিতে হয়, তারপরেও মুশফিকুরের কাছ থেকে বাড়তি কিছু আশা করাটা ঠিক হবে না। দলের অন্যদেরও ওর পাশে দাঁড়ানো উচিত।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles