এক যুগে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর ভারত-দুর্গের পতন হলো। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারানোর পর পুনেতে হারিয়েছে ১১৩ রানে।
এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়েছে কিউইরা। এমনকি ভারতের মাটিতে কিউইদের প্রথম টেস্ট সিরিজ জয়ও এটি। শুধু তাই নয়, ১৯৮৩ সালের পর এই প্রথম এক বছরে ঘরের মাঠে তিন টেস্ট ম্যাচ হারলো ভারত।
নিউজিল্যান্ডের ইতিহাস গড়ার অবিসংবাদিত নায়ক মিচেল সান্তনারের বিধ্বংসী বোলিংয়ের মুখোমুখি হয় রোহিত শর্মার দল। ফলে ৬০.২ ওভারে ২৪৫ রানেই থেমে যায় ভারতীয়দের ইনিংস। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচের দুই ইনিংসেই কমপক্ষে ৫ উইকেট পেলেন নিউজিল্যান্ডের কোনো বোলার।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৪)
মিচেল সান্তনার এই টেস্টে ১৫৭ রান দিয়ে একাই নিলেন ১৩ উইকেট। প্রথম ইনিংসে তো একই স্পেলে টানা ১৯.৩ ওভার বল করেছেন তিনি। ৫৩ রান দিয়ে নিয়েছেন ৭৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে করেছেন ২৯ ওভার বল।
মূলত নিউজিল্যান্ডকে ফাঁদে ফেলার জন্য পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্পিন ফাঁদ তৈরি করেছিল ভারত। কিন্তু সেই ফাঁদে যে নিজেদেরকেই পড়তে হবে, তা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি রোহিত শর্মা অ্যান্ড কোং।