আফগানিস্তান সিরিজ খেলতে এরই মধ্যে দুই ভাগে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা জটিলতার জন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। তারা এখনো দেশেই আটকে আছেন।
জানা গেছে, আজ ভিসা পাওয়ার কথা ছিল তাদের। তবে এখনো ভিসা পাননি তারা। এর আগে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আজকের মধ্যে ভিসা পাওয়ার প্রত্যাশা করছি। ভিসা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ফ্লাইটে ভ্রমণ করতে পারবে তারা। ’
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছেন নাসুম। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ডাক পেলেন নাহিদ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)
এদিকে এর আগে শনিবার ৯ জন ও রোববার দলের চার সদস্য আমিরাতের উদ্দেশে উড়াল দেন। আগামী ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।
এক নজরের দেখে নিন আফগানিস্তান সিরিজের জন্য টাইগারদের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।