চলমান ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে মালদ্বীপ। ঘরের মাঠে প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন আলি ফাসির।
বুধবার (১৩ নভেম্বর) ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। একের পর এক সুযোগ পেয়েও গোলের দেখা পেলেন না রাকিব-মোরসালিনরা। ১৮তম মিনিটে আলি ফাসির দেওয়া গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তারপর আর ম্যাচে ফেরা হয়নি তাদের। শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়েন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
আরও পড়ুন: এবার ভারত বর্জনের ডাক দিলো পাকিস্তান
গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে হারের পর মালদ্বীপের ফুটবল অনেকটা নির্বাসনে চলে যায়। এক বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি মালদ্বীপ। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ফুটবলও হয়নি মালদ্বীপে। এক বছর না খেলা মালদ্বীপের ফুটবলারদের বিরুদ্ধে বাংলাদেশ নিজেদের মাঠে হারল।