ঘরের মাঠে প্রথম ম্যাচে সফরকারী মালদ্বীপের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন আলি ফাসির। এই ম্যাচে হারলেও দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
বুধবার (১৩ নভেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাল-সবুজের প্রতিনিধিদের প্রশংসা করে কাবরেরা বলেন, ‘ছেলেরা ২০০ ভাগ দিয়েছে। আজকের ম্যাচে যত সুযোগ তৈরি করেছে, সম্প্রতি হওয়া ম্যাচগুলোতে এত পারেনি। আমি তাদের খেলায় সন্তুষ্ট। তারা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। হেরে যাওয়া সবসময়ই কষ্টকর।’
আরও পড়ুন: টেস্ট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েসের
বাকি থাকা আরেক ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কোচ বলেন, ‘আমাদের এখন সামনের ম্যাচে নজর দিতে হবে। আশাকরি ছেলেরা একই রকম সাহস, শক্তি ও ইতিবাচকতা নিয়ে খেলবে।’
প্রসঙ্গত, ১৬ নভেম্বর অভিন্ন ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।