বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে ৬১ বলে ১৪১ রানের ইতিহাস গড়া ইনিংস খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল। তার ইনিংসে ভর করেই জয় পেয়েছে কুমিল্লা। তবে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম পুরো কৃতিত্বটা দিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
কুমিল্লাকে ২০০ রানের বড় লক্ষ্য দেওয়া সত্বেও প্রথম ১১ ওভারেই ১২০ রান তুলে ম্যাচ নিজেদের কবজায় এনে ফেলেছিল ঢাকা। সে সময় তামিমদের দেওয়া লক্ষ্যটা একটু কমই মনে হচ্ছিল। তবে এরপরেই আফ্রিদী ও পেরেরা ম্যাচের রং বদলান। পরপর ফিরিয়ে দেন সাকিব, রনি তালুকদার, রাসেল ও পোলার্ডকে।
চাপের ঐ সময়ে নিজের উপর আত্ববিশ্বাস কেমন করে রেখেছিলেন তামিম ইকবাল। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অল ক্রেডিট গোজ টু মিস্টার মর্তুজা’।
তামিমের ভাষ্য মতে জয়ের মন্ত্রটা মাশরাফির নিকট থেকেই পাওয়া। মাশরাফি বিন মর্তুজা নাকি যেকোনো পরিস্থিতিতেই সবাইকে বলেন, ‘আমরা জিতব।’ সেই মন্ত্র বুকে নিয়েই কাল মাঠে নেমেছিলেন তামিম। পারবেন বলে ঝাঁপিয়ে পড়ার ফলাফল তো দেখাই গেল। অনবদ্য এক সেঞ্চুরি করলেন, তাঁর দল কুমিল্লা ম্যাচ জিতল। সবকিছুর মূলে ওই ‘আমরা জিতব’ মন্ত্র। কুমিল্লার সব খেলোয়াড়ের বুকে কথাটি গেঁথে দিতে পেরেছিলেন তামিম।