বিপিএল ষষ্ঠ আসরে হার দিয়ে শুরু করেছে মাশরাফির রংপুর রাইডার্স। তবে এই ম্যাচেই ঘটে গেছে কাকতালীয় এক ঘটনা। যা আপনাদের অনেকেরই হয়তো চোখের আড়াল হয়ে গেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত নড়াইল-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। এরপর ৩ ডিসেম্বর শপথও নেওয়ার পর বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেটারের সঙ্গে একজন সংসদ সদস্যের পরিচয় নিয়ে প্রতিযোগিতামূলক কোন আসরে অংশ নিলেন।
জাতীয় দলের অন্যান্য ম্যাচের মতো আজও তিনি ২-নং জার্সি পরে রংপুর দলের প্রতিনিধিত্ব করেন।কাকতালীয়ভাবে মাশরাফির সংসদীয় আসনও ২। একই সঙ্গে বিষয়টি মজারও বটে। জেনে আরো অবাক হবেন আজকের ম্যাচে তার পারফরম্যান্স ছিল বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ২ রান। মোদ্দাবিষয় আজ মাশরাফির আসন নড়াইল ২, আজ রান করেন ২, জার্সি নম্বর ২, উইকেট নেন ২। এর চেয়ে বেশি কাকতালীয় আর কিইবা হতে পারে।