বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফুটবলে তার প্রিয় দলের নাম বললেন। তিনি বলেছেন যে তিনি আর্জেন্টিনার সমর্থক এবং ডিয়েগো ম্যারাডোনার ফুটবল জাদুতে বিমোহিত হয়েই তিনি আর্জেন্টিনায় ভিড়েছেন।
শুধু তাই নয়, মাশরাফি আর্জেন্টিনার যেমন তেমন সমর্থক নন। তিনি এক অনুষ্ঠানে আর্জেন্টিনার সমর্থক হয়ে উপস্থিত ব্রাজিল সমর্থক তামিম ইকবালকেও টিপ্পনী কাটলেন খুব।
গতকাল ছিল একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আর সেখানে আমন্ত্রিত ছিল বাংলাদেশ ক্রিকেট দলের তারকারা। যে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছিলেন,সেই বইটির নাম ছিল ‘ব্রাজিল’। লিখেছেন কালের কণ্ঠ’র ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান।তাই প্রাসঙ্গিকভাবেই ফুটবল নিয়েই তারকারা মঞ্চে কথা বলেন। আর সেই সুযোগেই মাশরাফি তার মনের কথাটি বলে দিলেন এবং তার সাথে মঞ্চে থাকা ব্রাজিলিয়ান সাপোর্টার তামিমকেও এক চোট ধুয়ে দিলেন।