স্ত্রী দোলাকে নিয়ে বেশ ভালো ও রোমান্টিক সময় কাটাচ্ছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। পারিবারিকভাবে বিয়ে করেছেন তারা। নিজেদের ভালোবাসার কথা নিয়মিতই প্রকাশ করছেন তারা। তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর তার বেশিরভাগ পোস্টের বিষয়বস্তু হন রুবেল কেন্দ্রিক।
তবে সাম্প্রতিক পোস্টগুলোতে রুবেলের স্ত্রী দোলার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার তিনি ইহজাগতিক বিষয়বস্তু ছেড়ে পরজগতের বিষয়বস্তু নিয়ে ভাবতে শুরু করেছেন। আর তারই প্রকাশ ঘটেছে তার ফেইসবুক ওয়ালের পোস্টগুলোতে।
শুক্রবার (৮ মার্চ) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তেমন একটি পোস্ট দিয়েছেন দোলা। বিডিস্পোর্টসনিউজের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:
দোলা হোসেন লিখেন, ‘বড় বড় সেলিব্রেটিদের ফলো না করে, তাদের লাইফস্টাইল ফলো না করে, আসুন হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন চলার পথ অনুসরণ করি ও তাকে ফলো করি। দেখবেন আপনার জীবনটাই বদলে গেছে, অনেক সুন্দর একটি জীবন আল্লাহ দিয়েছেন। আল্লাহর ওপর বিশ্বাস রাখেন।’
এর আগে ৫ মার্চ ফেসবুকে ধর্মীয় সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন দোলা। কুরআন হাতে, হিজাব পরা ছোট্ট একটি মেয়ের ছবি পোস্ট করে তিনি।
তিনি লিখেন, ‘মিস ওয়ার্ল্ডের খোঁজ নয়, মিস আখিরাহর খোঁজ করো। যা তোমাকে জান্নাত এনে দেবে।’