15.5 C
New York
Thursday, April 25, 2024

Buy now

মৃত্যুর পথে ওয়ানডে, উদ্বিগ্ন খাজা

এক দিনের (ওয়ানডে) আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। তার মতে টি-টোয়েন্টি ক্রিকেটের দাপটে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট।

প্রায় সব দেশেই এখন আইপিএল, বিগ ব্যাশের মতো প্রতিযোগিতা হচ্ছে। আর এসব খেলা ক্রিকেটারদের পাশাপাশি বেশ আগ্রহী ক্রিকেট বোর্ডগুলোও।

প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম তো সরাসরি বলে দিয়েছেন যে, ওয়ানডে ক্রিকেট মানে সময় নষ্ট। শুধু তাই নয়, আন্তর্জাতিক সূচি থেকেও ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে আকরাম।

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা

এইতো মাত্র কয়েক দিন আগেই ইংলিশ তারকা বেন স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। শুধু তাই নয়, অবসরের পর বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেন, ‘গাড়ি নই যে তেল ঢাললেই চলব।’

এদিকে এতসব দেখে খাজা মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের চাপে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ৫০ ওভারের ক্রিকেট। তিনি বলেন, ব্যক্তিগত ভাবে মনে করি, এক দিনের ক্রিকেট ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপ হয়। আমার মতে ওটা একটা মজা। দেখতে বেশ ভাল লাগে। কিন্তু ব্যক্তিগত ভাবে আমিও বোধহয় এক দিনের ক্রিকেট খুব বেশি খেলতে আগ্রহী নই।’

আরও পড়ুনঃ টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরা সাদিও মানে

‘আমার মনে হয় না এই মুহূর্তে এক দিনের ক্রিকেটের কোনও গুরুত্ব রয়েছে। কারণ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিছু একটা ছাড়তেই হবে। কারণ, তিন ধরনের ক্রিকেট এক সঙ্গে চালিয়ে যাওয়া খুব কঠিন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং বেছে নিতে হবে কোন ধরনের ক্রিকেট খেলতে চান।’

তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেট রয়েছে। সেটাই সেরা মানের ক্রিকেট। টি-টোয়েন্টি ক্রিকেট এসে গিয়েছে। গোটা বিশ্বে ২০ ওভারের লিগ চলছে। এই লিগগুলোয় ভরপুর বিনোদন রয়েছে। সকলেই পছন্দ করছে। তার পরে আসছে এক দিনের ক্রিকেট। পছন্দের নিরিখে যা এখন তৃতীয় স্থানে চলে গিয়েছে।

তিন ধরনের ক্রিকেট এক সঙ্গে চালাতে সমস্যা কী? এমন প্রশ্নের উত্তরে খাজা বলেন, ‘সম্ভব নয়। খুব কঠিন। প্রচুর সফর করতে হচ্ছে। তিন ধরনের ক্রিকেটই খেলতে হলে বাড়িতে থাকার কোনও সময়ই পাওয়া যাবে না। প্রচুর ক্রিকেট হচ্ছে। তাই বেছে নেওয়া ছাড়া উপায় নেই। যে ধরনের ক্রিকেট খেলব, সেটা গুরুত্ব দিয়েই খেলা উচিত।’

আরও পড়ুনঃ জিম্বাবুয়ে সফরে দলে নতুন মুখ পারভেজ ইমন

এই প্রসঙ্গেই নিজের দেশের বিগ ব্যাশ লিগের ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করে এ অজি তারকা বলেন, টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে টিকে থাকতে হলে বিগ ব্যাশ লিগের বেসরকারিকরণ প্রয়োজন। কারণ আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগও টাকার থলি নিয়ে মাঠে নামতে চলেছে।

তিনি আরও বলেন, ‘বিগ ব্যাশে যাতে বিদেশের সেরা প্রতিভারা খেলে তা ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিশ্চিত করতে হবে। না হলে আগামী কয়েক বছরেই এই প্রতিযোগিতা আকর্ষণ হারাতে পারে।’

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles